ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশে আনআর্মড ও আর্মড বিভাগে সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল নোটিশ। ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। এবারের শূন্যপদ মোট ৪৬৪।
অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল:
☛ বয়স:
ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল
পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ অনুসারে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে বিশেষ কিছু ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে –
তফসিলি
জাতি ও তফসিলি উপজাতি |
অতিরিক্ত
৫ বছর ছাড় |
ওবিসি-এ
এবং ওবিসি-বি |
অতিরিক্ত
৩ বছর ছাড় |
তৃতীয়
লিঙ্গের ব্যাক্তিরা |
অতিরিক্ত
৩ বছর ছাড় |
☛ শিক্ষাগত যোগ্যতা:
ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব-ইন্সপেক্টর
পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে
হবে।
☛ ভাষা:
প্রার্থীকে অবশ্যই বাংলা
ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং ও কালিমপং জেলার প্রার্থীদের ক্ষেত্রে
তা প্রযোজ্য নয়।
☛ শূন্যপদ:
মোট ৪৬৪ টি শূন্যপদে পশ্চিমবঙ্গ
পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, তারমধ্যে সশস্ত্র (আর্মড) বাহিনীতে রয়েছে
২০০ টি শূন্যপদ ও নিরস্ত্র (আনআর্মড) বাহিনীতে রয়েছে ২৬৪ টি শূন্যপদ।
☛ নিয়োগ পদ্ধতি:
- প্রথম ধাপ
- লিখিত পরীক্ষা: প্রার্থীদের প্রথমে ২০০ নম্বরের একটি প্রিলিমিনারি লিখিত
পরীক্ষা নেওয়া হবে। যেখানে থাকবে ১০০ টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রতিটি
প্রশ্নের মান ২। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে। প্রশ্নপত্র ইংরেজি ও
বাংলা ভাষায় তৈরি করা হবে। পরীক্ষার সময়সীমা ১ ঘন্টা ৩০ মিনিট। নীচে কোন বিষয় থেকে
কত নম্বরের প্রশ্ন করা হবে তা আলোচনা করা হল –
বিষয় |
প্রশ্নের
সংখ্যা |
প্রশ্নের
মান |
মোট
নম্বর |
জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স |
৫০ টি |
২ |
১০০ |
অঙ্ক (মাধ্যমিক স্ট্যান্ডার্ড) |
২৫ টি |
২ |
৫০ |
রিজনিং |
২৫ টি |
২ |
৫০ |
- দ্বিতীয়
ধাপ - শারীরিক মাপ যোগ (PMT): লিখিত পরীক্ষায় সফল হলে প্রার্থীদের উচ্চতা, ওজন
ইত্যাদি মাপা হবে।
- তৃতীয় ধাপ
- শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET): শারীরিক পরিমাপ পরীক্ষায় সফল হলে প্রার্থীদের শারীরিক সক্ষমতার
পরীক্ষা দিতে হবে। নীচে বিস্তারিত আলোচনা করা হল –
পুরুষদের ক্ষেত্রে (সশস্ত্র ও নিরস্ত্র দুই বাহিনীর ক্ষেত্রে) |
৮০০ মিটার দৌড় |
৩ মিনিটের মধ্যে |
মহিলাদের ক্ষেত্রে (নিরস্ত্র বাহিনীর ক্ষেত্রে) |
৪০০ মিটার দৌড় |
২ মিনিটের মধ্যে |
তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ক্ষেত্রে (সশস্ত্র ও নিরস্ত্র দুই বাহিনীর ক্ষেত্রে) |
৪০০ মিটার দৌড় |
১ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে |
- চতুর্থ
ধাপ – লিখিত পরীক্ষা: শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) –তে সফল হলে প্রার্থীদের
২০০ নম্বরের একটি ‘ফাইনাল কমবাইন্ড কমপিটিটিভ পরীক্ষা’ দিতে হবে। এটি হবে লিখিত পরীক্ষা।
এতে থাকবে তিনটি পেপার – পেপার ১, পেপার ২ ও পেপার ৩। তিনটি পেপারই একই দিনে পরীক্ষা
নেওয়া হবে।
- পেপার – ১: জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক (মাধ্যমিক স্ট্যান্ডার্ড) ও রিজনিং নিয়ে তৈরি হবে পেপার -১। সময়সীমা – ২ ঘন্টা। এই পেপারটি হবে ১০০ নম্বরের। পেপারটি তিনটি ভাষায় তৈরি করা হবে – ইংরেজি, বাংলা ও নেপালি ভাষায়। যেকোনো একটি ভাষায় পরীক্ষা দিতে হবে।
জেনারেল
স্টাডিজ |
৫০ নম্বর |
অ্যারিথমেটির
(মাধ্যমিক স্ট্যান্ডার্ড) |
২৫ নম্বর |
রিজনিং |
২৫ নম্বর |
- পেপার – ২: এই পেপারে থাকবে ৫০ নম্বরের ইংরেজি বিষয়ে প্রশ্ন। এই পেপারের
সময়সীমা ১ ঘন্টা।
- পেপার – ৩: এই পেপারে থাকবে ৫০ নম্বরের বাংলা বিষয়ে প্রশ্ন। সময়সীমা
– ১ ঘন্টা।
- পঞ্চম ধাপ - পার্সোনালিটি টেস্ট: ফাইনাল কমবাইন্ড কমপিটিটিভ পরীক্ষায় সফল হলে প্রার্থীদের
৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই টেস্টে প্রার্থীকে সর্বনিম্ন ৮ নম্বর
পেতেই হবে।
★ ফাইনাল কমবাইন্ড কমপিটিটিভ
পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মিলিত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি
করা হবে।
☛ আবেদন পদ্ধতি:
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল
পদে কীভাবে আবেদন করবেন তা নীচে বিস্তারিত আলোচনা করা হল –
- ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in তে ভিসিট করতে হবে।
- নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে।
- সাইন আপ হয়ে গেলে ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
- যেসমস্ত তথ্য চাইছে সেইসমস্ত তথ্য ফিল আপ করুন। তথ্য ফিল আপ করার সময়ই আপনাকে বেছে নিতে হবে আপনি কোন বাহিনীর জন্য আবেদন করতে চান।
- সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেলে সাম্প্রতিক পাসপোর্ট ছবি ও সিগনেচার আপলোড করুন।
- ছবি ও সই আপলোড হয়ে গেলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটি জমা করলেই আবেদন পত্র সাবমিট হয়ে যাবে।
- সাবমিট হওয়া আবেদন পত্রের একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
☛ আবেদনের তারিখ:
আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট
বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ৯ই মার্চ ২০২৪ (০৯/০৩/২০২৪) থেকে ৭ই এপ্রিল ২০২৪
(০৭/০৪/২০২৪) পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন
শুরু |
০৯/০৩/২০২৪ |
আবেদনের
শেষ তারিখ |
০৭/০৪/২০২৪ |
- আবেদনের সময় কোনো তথ্য অনিচ্ছাকৃত ভুল করে থাকলে প্রার্থীরা সেই তথ্য ১০/০৪/২০২৪ থেকে ১৬/০৪/২০২৪ তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবেন। তবে স্থায়ী রাজ্যের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না।