WBP Constable Recruitment 2024 | পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। এবারের শূন্যপদ মোট ১১৭৪৯। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে। 

West Bengal Constable Recruitment 2024

অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল:

আবেদনের তারিখ:

আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ৭ই মার্চ ২০২৪ (০৭/০৩/২০২৪) থেকে ৫ই এপ্রিল ২০২৪ (০৫/০৪/২০২৪) পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন শুরু

০৭/০৩/২০২৪

আবেদনের শেষ তারিখ

০৫/০৪/২০২৪

  • আবেদনের সময় কোনো তথ্য অনিচ্ছাকৃত ভুল করে থাকলে প্রার্থীরা সেই তথ্য  ০৮/০৪/২০২৪ থেকে ১৪/০৪/২০২৪ তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবেন। তবে স্থায়ী রাজ্যের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না।

বয়স:

ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে –

তফসিলি জাতি ও তফসিলি উপজাতি

অতিরিক্ত ৫ বছর ছাড়

ওবিসি-এ এবং ওবিসি-বি

অতিরিক্ত ৩ বছর ছাড়

তৃতীয় লিঙ্গের ব্যাক্তিরা

অতিরিক্ত ৩ বছর ছাড়

সিভিক ভলেন্টিয়ার ও পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত গ্রামীন পুলিশ ভলেন্টিয়ার

অতিরিক্ত ৫ বছর ছাড়

এক্স-সার্ভিসম্যান

সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর

 

শিক্ষাগত যোগ্যতা:

ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা অন্য কোনো সমতুল্য বোর্ড থেকে।

ভাষা:

প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং ও কালিমপং জেলার প্রার্থীদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

শূন্যপদ:

মোট ১১৭৪৯ টি শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি:

  • লিখিত পরীক্ষা: প্রার্থীদের প্রথমে ৮৫ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে থাকবে ৮৫ টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে। নীচে কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন করা হবে তা আলোচনা করা হল –

জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স

২৫ নম্বর

ইংরেজি

১০ নম্বর

অঙ্ক (মাধ্যমিক স্ট্যান্ডার্ড)

২৫ নম্বর

রিজনিং

২৫ নম্বর

  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT): লিখিত পরীক্ষায় সফল হলে প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা করা হবে। যেখানে প্রার্থীদের উচ্চতা, ওজন ইত্যাদি মাপা হবে।
  • শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET): শারীরিক পরিমাপ পরীক্ষায় সফল হলে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। নীচে বিস্তারিত আলোচনা করা হল –

পুরুষদের ক্ষেত্রে

১৬০০ মিটার দৌড়

৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে

মহিলাদের ক্ষেত্রে

৮০০ মিটার দৌড়

৪ মিনিটের মধ্যে

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ক্ষেত্রে

৮০০ মিটার দৌড়

৩ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে

৩৫ বছরের উর্ধ্বে এক্স-সার্ভিসম্যান ব্যক্তিদের ক্ষেত্রে

পুরুষদের ক্ষেত্রে

৮০০ মিটার দৌড়

৩ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে

মহিলা / তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

৮০০ মিটার দৌড়

৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে

  • ইন্টারভিউ: শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) –তে সফল হলে প্রার্থীদের ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

✶লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ –তে পাওয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

আবেদন পদ্ধতি:

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে কীভাবে আবেদন করবেন তা নীচে বিস্তারিত আলোচনা করা হল –

  • ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in তে ভিসিট করতে হবে।
  • নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে।
  • সাইন আপ হয়ে গেলে ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • যেসমস্ত তথ্য চাইছে সেইসমস্ত তথ্য ফিল আপ করুন।
  • সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেলে সাম্প্রতিক পাসপোর্ট ছবি ও সিগনেচার আপলোড করুন।
  • ছবি ও সই আপলোড হয়ে গেলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটি জমা করলেই আবেদন পত্র সাবমিট হয়ে যাবে।
  • সাবমিট হওয়া আবেদন পত্রের একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
☛ Official Notification 1 - Click Here
☛ Official Notification 2 - Click Here
☛ Apply Online - Click Here


Post a Comment

Previous Post Next Post