My Best Friend
Friends
play an important role in our life. I am very proud to
have a friend like Shruti. She is my best friend. She is twelve years old. She
reads in my class. She is a brilliant student. Her favourite subject is
English. She belongs to a respected middle-class family. She respects the
teachers and the elders and obey them. I love her so much and like her company.
অনুবাদঃ বন্ধু আমাদের জীবনে
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি খুবই গর্বিত শ্রুতির মতোই একজন বন্ধু থাকায়।
সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তার বয়স বারো বছর। সে আমার ক্লাসে পড়ে। সে হয় একজন বুদ্ধিমান
ছাত্রী। ইংরেজি হয় তার প্রিয় বিষয়। সে একটা সম্মানীয় মধ্যবিত্ত পরিবারে বাস করে। সে
শিক্ষকমহাশয়দের এবং গুরুজনদের সম্মান করে এবং তাদের মান্য করে। আমি তাকে প্রচন্ড ভালোবাসি
এবং তার সঙ্গ পছন্দ করি।