In this page we published 'My Pet' paragraph. We also provided the Bengali Meaning of the paragraph so that students can understand the paragraph.
My Pet
Pets are nothing less than a part of the
family. They give unconditional love to their owners. I have a pet animal. My
pet animal is a dog. His name is Tommy. He is white and brown in colour. I play
with him. In every morning he wakes me up and we both go for a morning walk. To
keep him healthy and happy I give him his favourite food like rice, fish, meat
etc. He is very loyal to me. He guards my house at night. He never betrays us.
I love him so much.
অনুবাদঃ পোষ্যরা পরিবারের একটা অংশের থেকে কম কিছু নয়। তারা
তাদের মালিকদের নিঃস্বার্থ ভালোবাসা দেয়। আমার একটা পোষ্য প্রানী রয়েছে। আমার পোষ্য
প্রানীটি হয় একটা কুকুর। তার নাম হয় টমি। সে হয় সাদা এবং বাদামী রঙের। আমি তার সাথে
খেলি। প্রত্যেকদিন সকালে সে আমাকে জাগিয়ে দেয় আর আমরা দুজনে প্রাতঃ ভ্রমনে যায়। তাকে
স্বাস্থ্যবান ও খুশি রাখার জন্য আমি তাকে তার প্রিয় খাবার দিয় যেমন ভাত, মাছ, মাংশ
ইত্যাদি। সে আমার কাছে খুবই বিশ্বস্ত। সে রাতে আমার বাড়ি পাহাড়া দেয়। সে কখনই আমার
সাথে বিশ্বাসঘাতকতা করেনি। আমি তাকে খুব ভালোবাসি।