On this page we published The Second Coming Bengali Meaning. We provided its Bengali Meaning line by line. We hope it helps the students a lot.
এই আর্টিকেলে আমরা প্রকাশ করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের সেমেস্টার ১ এর কবিতা The Second Coming Bengali Meaning । আমরা আশা করি এটা ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করবে।
The Second Coming
William Butler Yeats
The Second Coming Bengali Meaning
Turning and turning in the widening gyre
বিস্তীর্ণ আবর্তনে ঘুরতে ঘুরতে
The falcon cannot hear the falconer;
বাজপাখি শুনতে পায় না তার মালিকের ডাক;
Things fall apart; the centre cannot hold;
সবকিছু ভেঙে পড়ে; কেন্দ্র পারে না করতে নিয়ন্ত্রণ;
Mere anarchy is loosed upon the world,
নিছকই অরাজকতা নেমে এসেছে এ পৃথিবীতে,
The blood-dimmed tide is loosed, and everywhere
রক্ত মাখা জোয়ার হয়েছে উত্তাল, এবং সমস্ত জায়গায়
The ceremony of innocence is drowned;
সারল্যের উদযাপন গেছে ডুবে;
The best lack all conviction, while the worst
শ্রেষ্ঠরা হারিয়েছে তাদের দৃঢ় বিশ্বাস, যখন নিকৃষ্টরা
Are full of passionate intensity.
উৎসাহের তীব্রতায় পরিপূর্ণ।
Surely some revelation is at hand;
নিশ্চিত কোনো উদঘাটন খুব কাছেই;
Surely the Second Coming is at hand.
নিশ্চিতরূপে দ্বিতীয় আগমন খুব কাছেই।
The Second Coming! Hardly are those words out
দ্বিতীয় আগমন! যেইমাত্র প্রকাশিত এই শব্দগুচ্ছ
When a vast image out of Spiritus Mundi
যখন একটা বিশাল ছবির উদয় হয় অনুপ্রেরণাদায়ী শক্তি থেকে
Troubles my sight: somewhere in sands of the desert
আলোড়িত করে আমার দৃষ্টিকে: কোথাও মরুভূমির বালিতে
A shape with lion body and the head of a man,
সিংহের শরীর ও মানুষের মাথা বিশিষ্ট এক আকৃতি,
A gaze blank and pitiless as the sun,
একটা দৃষ্টি যেন সূর্যের মতো শূন্য ও নির্মম
Is moving its slow things, while all about it
সঞ্চালন করে তার মন্থর ঊরু, যখন তার চারধারে
Reel shadows of the indignant desert birds.
আবর্তিত হয় ঘৃনামিশ্রিত মরু পাখিদের ছায়া
The darkness drops again; but now I know
অন্ধকার নেমে আসে আবার; কিন্তু এখন আমি জানি
That twenty centuries of stony sleep
কুড়ি শতাব্দির অনুভূতিহীন নিদ্রা
Were vexed to nightmare by a rocking cradle,
বিক্ষুব্ধ হয়েছিল এক দুঃস্বপ্নে দোলায়মান দোলনায়,
And what rough beast, its hour come round at last,
আর কী দুরন্ত পশু, অবশেষে তার সময় ঘনিয়ে এসেছে,
Slouches towards Bethlehem to be born?
জুবুথুবুভাবে হেঁটে যায় বেথলেহেমের দিকে জন্ম নেবে বলে?
আমাদের ওয়েব সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। এই পোস্টটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই নীচে কমেন্ট বক্সে জানান।
ধন্যবাদ।
Also Read
Prose:
‘An Astrologer’s Day’
Bengali Meaning |
|
‘The Swami and Mother Worship’
Bengali Meaning |
|
‘Amarnath’ Bengali Meaning |
Verse:
‘Composed Upon Westminster
Bridge’ Bengali Meaning |
|
‘The Bangle Sellers’
Bengali Meaning |
|
‘The Second Coming’ Bengali
Meaning |