On this page we published West Bengal Board Class 9 Prose A Shipwrecked Sailor Bengali Meaning. We provide Bengali Meaning line by line so that the students will not face any problem in understanding its meaning.
A Shipwrecked Sailor
Daniel Defoe
A Shipwrecked Sailor Bengali Meaning
Para - 1
On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island.
অনুবাদ: ১৬৫৯ সালের ৩০ শে সেপ্টেম্বর, আমি, দুর্দশাগ্রস্ত রবিন ক্রুশো, ভয়ঙ্কর এক ঝড়ে জাহাজডুবি হয়ে, এই অন্ধকারময় দ্বীপের তীরে এসে পৌঁছলাম।
I call it the Island of Despair. I was almost dead and the rest of my ship's company was drowned.
অনুবাদ: আমি এটাকে বলি হতাশার দ্বীপ। আমি প্রায় মারাই যাচ্ছিলাম এবং আমার বাকি জাহাজের সঙ্গীরা ডুবে গেছিল।
I had neither food, house nor clothes. I feared I would be devoured by wild beasts.
অনুবাদ: আমার না ছিল খাবার, ঘর আর না ছিল জামাকাপড়। আমার ভয় হয়েছিল যে আমাকে যহতো বন্য যন্তুরা খেয়ে নেবে।
When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night.
অনুবাদ: যখন রাত্রি নামত, বন্য যন্তুদের ভয়ে গাছের মধ্যে ঘুমাতাম। সারা রাত বৃষ্টি হচ্ছিল।
Para - 2
The rain continued through the next day with gusts of wind. Only a wreck of my ship was to be seen at low water.
অনুবাদ: পরেরদিন দমকা হাওয়ার সাথে বৃষ্টি চলতে থাকল। শুধুমাত্র আমার জাহাজের একটা অংশ দেখা যাচ্ছিল অগভীর জলে।
I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions.
অনুবাদ: আমি সাঁতরে জাহাজের ভাঙা অংশটায় আসলাম সেটাকে উদ্ধার করতে এবং আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার ও অন্যান্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে।
I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun.
অনুবাদ: আমি সক্ষম হয়েছিলাম কিছু কাঠ, মোটা তার, দড়ি, একটা ছুড়ি, পেরেক আর একটা বন্দুক সংগ্রহ করতে।
I also collected a hammock and some canvas with which I made a tent. I got some ink and paper.
অনুবাদ: আমি সংগ্রহ করেছিলাম একটা দোলনা বিছানা ও কিছু ত্রিপল যা দিয়ে আমি একটা তাবু বানিয়েছিলাম। আমি কিছু কালি ও পেপার পেয়েছিলাম।
I also found some money, but they were useless to me in this barren island.
অনুবাদ: আমি কিছু টাকাও পেয়েছিলাম, কিন্তু সেগুলি আমার কাছে অপ্রয়োজনীয় ছিল এই জনমানবহীন দ্বীপে।
I was some hundred leagues out of the ordinary course of the trade of mankind.
অনুবাদ: আমি মানুষের স্বাভাবিক কর্মজীবনের জগৎ থেকে কয়েকশ মাইল দূরে ছিলাম।
I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island.
অনুবাদ: আমি নিজেকে বিশ্বাস করিয়েছিলাম যে আমাকে আমার জীবনের বাকি অংশ এই বন্য, পরিত্যক্ত দ্বীপে কাটাতে হবে।
A Shipwrecked Sailor Bengali Meaning
Para - 3
I searched long for a place of safe habitation. I found a little plain on the side of a rising hill.
অনুবাদ: আমি একটা নিরাপদ বাসস্থানের জন্য দীর্ঘক্ষন একটা জায়গা খুঁজলাম। খাঁড়া পাহাড়ের পাশে একটা ছোট্ট সমতলভূমি আমি খুঁজে পেলাম।
On the rocky wall of the hill there was a hollow place worn in, like the entrance to a cave.
অনুবাদ: পাহাড়ের পাথুরে দেওয়ালে ক্ষয়ে যাওয়া কোনো ফাঁকা গর্ত ছিল, ঠিক যেন একটা গুহার মুখের মতো।
On the flat of the green, just before this hollow, I resolved to pitch my tent.
অনুবাদ: সবুজ সমতলভূমির ওপর, এই ফাঁকা গর্তটির ঠিক সামনে, আমি মনস্থির করলাম তাবু খাঁটানোর জন্য।
Para - 4
I cut the wood I collected, into stakes. I drove them into the ground in a semi-circle around my tent.
অনুবাদ: যে কাঠগুলোকে আমি সংগ্রহ করেছিলাম সেগুলিকে আমি খুঁটির মতো করে কাটলাম। আমি সেগুলিকে পুঁতে দিলাম অর্ধবৃত্তাকারে আমার তাবুর চারপাশের মাটিতে।
The stakes stood six inches apart from each other.
অনুবাদ: সেই খুঁটিগুলি একে ওপরের থেকে ছয় ইঞ্চি দূরে দাঁড়িয়েছিল।
I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence.
অনুবাদ: আমি খুঁটির চারপাশে বেড়ার মতো করে তারগুলো বাঁধলাম যেগুলিকে আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম।
I used a short ladder to go over the fence.
অনুবাদ: আমি একটা ছোট্ট মই ব্যবহার করতাম বেড়ার ওপর দিয়ে যাওয়ার জন্য।
Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside.
অনুবাদ: একবার ভেতরে ঢুকে গেলে, আমি মইটাকে তুলে নিতাম যাতে করে আমি নিজেকে বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখতে পারি।
Into this tent I brought all my stores and provisions.
অনুবাদ: এই তাবুতে আমি আমার সমস্ত দ্রব্য ও রসদ নিয়ে এসেছিলাম।
Para - 5
After I had been on the island for ten or twelve days, it occured to me that I would lose the measure of time.
অনুবাদ: দশ-বারো দিন এই দ্বীপে কাটানোর পর, আমার মনে হল যে আমি সময়ের মাপ হারিয়ে ফেলছি।
This was because I had neither watch nor calendar.
অনুবাদ: এর কারনটা ছিল যে আমার কাছে না ছিল কোনো ঘড়ি আর না ছিল কোনো ক্যালেন্ডার।
To prevent this, I cut with my knife upon a large post the date of my landing; I put a notch with my knife for everyday.
অনুবাদ: এটাকে প্রতিরোধ করার জন্য, আমি আমার ছুড়ি দিয়ে একটা বড়ো খুঁটিতে আমার অবতরনের তারিখটা লিখলাম; আমি প্রত্যেকদিনের জন্য আমার ছুড়ি দিয়ে একটা দাগ কাটতাম।
Para - 6
After a long spell of rain, I saw some fair weather around 7th november.
অনুবাদ: দীর্ঘ বর্ষনের পরে, আমি ৭ই নভেম্বরের কাছাকাছি কিছুটা ভালো আবহাওয়া দেখতে পেলাম।
I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain.
অনুবাদ: আমি পরের কয়েকদিন কাটালাম একটা ছোট্ট বাক্স তৈরি করে যাতে আমার জিনিসপত্রগুলি বৃষ্টি থেকে সুরক্ষিত রাখতে পারি।
Para - 7
Among the things I rescued from the ship there was a small bag of corns meant for poultry feed.
অনুবাদ: যেই জিনিসগুলি আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তার মধ্যে হাঁস-মুরগির খাওয়ার জন্য একটা ছোট্ট ব্যাগ ভর্তি শস্যদানা ছিল।
Most of it had been devoured by rats. I saw nothing but husks and dusts in the bag.
অনুবাদ: এর বেশির ভাগই ইঁদুরে খেয়ে নিয়েছিল। ব্যাগের মধ্যে ভুসি আর গুঁড়ো ছাড়া আর কিছুই ছিল না।
I emptied the contents outside my wall. This was a little time before the great rains.
অনুবাদ: আমি আমার দেওয়ালের বাইরে থলের ভেতরের জিনিসগুলি খালি করলাম। এটা ছিল প্রবল বর্ষনের কিছুদিন আগে।
A month later I discovered green stalks shooting out of the ground.
অনুবাদ: এক মাস পরে আমি আবিষ্কার করলাম সবুজ রঙের ডাঁটি মাটি থেকে বেরিয়ে এসেছে।
I was astonished to discover it was perfect green barley.
অনুবাদ: আমি অবাক হয়ে গেছিলাম এটা দেখে যে ওগুলো ছিল খাঁটি সবুজ বার্লি।
By the June of 1660, I had gained security of food and shelter.
অনুবাদ: ১৬৬০ সালের জুন মাস নাগাদ আমি খাবার ও আশ্রয়ের নিরাপত্তা লাভ করলাম।
A Shipwrecked Sailor Bengali Meaning
Para - 8
In this same month I developed a high fever and lay weak and thirsty.
অনুবাদ: ওই একই মাসে আমার প্রচন্ড জ্বর হল এবং আমি দুর্বল ও তৃষ্ণার্ত হয়ে পড়লাম।
I recovered around 30th and gradually felt stronger than the day before.
অনুবাদ: আমি সেরে উঠলাম ৩০ তারিখের কাছাকাছি এবং ধীরে ধীরে আগের দিনের থেকে শক্তিশালি অনুভব করলাম।
Para - 9
On 15th of July took a more particular survey of the island.
অনুবাদ: ১৫ জুলাই আমি দ্বীপটিকে আরও ভালো করে নিরীক্ষন করলাম।
Around two miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass.
অনুবাদ: প্রায় দু-মাইল ওপরে, আমি একটা ছোট্ট নদী খুঁজে পেলাম যার তীরে ছিল মনোরম তৃণভূমি, সমতল, মসৃন ও ঘাস দিয়ে ঢাকা।
In a woody part I found melons in great abundance, and grape trees.
অনুবাদ: গাছপালায় ভরা অংশটিতে আমি প্রচুর পরিমানে তরমুজ আর আঙুর গাছ খুঁজে পেলাম।
The grapes were ripe and rich. Further into the land I found a great number of cocoa, orange and lemon trees.
অনুবাদ: আঙুরগুলো ছিল পাকা আর রসালো। ওই জমিটার আরও কিছুটা দূরে আমি প্রচুর পরিমানে কোকো, কমলালেবু আর লেবুর গাছ খুঁজে পেলাম।
I carried great parcels of fruit homeward and the journey took me three days.
অনুবাদ: বাড়ি ফেরার পথে আমি প্রচুর ফলের মোড়ক নিয়ে এলাম আর আসতে আমার তিনদিন সময় লাগল।
Para - 10
I was tempted to transfer my habitation to this valley of fruits.
অনুবাদ: আমি প্রলোভিত হয়েছিলাম আমার বাসস্থানটাকে সেই ফলের উপত্যকায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
I did not, because I still hoped to be rescued by some passing ship on the sea.
অনুবাদ: আমি পারিনি, কারন আমার তখনও আশা ছিল যে সমুদ্র দিয়ে যাওয়া কোনো জাহাজ আমাকে উদ্ধার করবে।
I did not want to enclose myself in hill and woods. I stayed in view of the sea.
অনুবাদ: আমি নিজেকে পাহাড় ও জঙ্গলের মধ্যে আবদ্ধ করতে চাইনি। আমি চেয়েছিলাম এমন জায়গায় থাকতে যেখান থেকে সমুদ্র দেখা যায়।
Ten months had passed since I had set foot on this island.
অনুবাদ: দশ মাস পেরিয়ে গেছে যখন থেকে আমি এই দ্বীপে পা রেখেছি।
Para - 11
Previously I had no lamp after dark. I collected a little tallow and a small clay dish.
অনুবাদ: আগে অন্ধকারে আমার কোনো আলো ছিল না। আমি কিছুটা পশুর চর্বি আর একটা ছোটো মাটির পাত্র জোগাড় করলাম।
To this I added a wick. I had thus made myself a lamp.
অনুবাদ: তাতে আমি একটা সলতে যোগ করলাম। এইভাবেই আমি আমার জন্য একটা আলো বানিয়ে ফেললাম।
A Shipwrecked Sailor Bengali Meaning
Para - 12
I now began to seriously consider the circumstance I was reduced to.
অনুবাদ: এখন আমি গুরুত্ব সহকারে পরিস্থিতি বিবেচনা করতে শুরু করলাম যার মধ্যে আমি এসে পড়েছি।
I decided to describe my state of affairs in writing.
অনুবাদ: আমি মনস্থির করলাম আমার অবস্থা লিখিত রূপে বর্ণনা করব।
I began to keep a journal of everyday's employment. I could not include all particulars because gradually I ran out ink.
অনুবাদ: আমি প্রত্যেকদিনের কাজকর্মের একটা দিনপত্রিকা রাখতে শুরু করলাম। আমি সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারিনি কারন ধীরে ধীরে আমার কালি ফুরিয়ে আসছিল।
Para - 13
I found, by the notches I cast on the post, it was September 30th again.
অনুবাদ: আমি দেখলাম যে, খুঁটির মধ্যে যে দাগ কেটেছিলাম সেই দাগ দেখে, যে আবার ৩০ শে সেপ্টেম্বর চলে এসেছে।
I had spent three hundred and sixty five days on this island.
অনুবাদ: আমি ৩৬৫ দিন এই দ্বীপে কাটিয়েছি।